সীমান্তে অস্থিরতা, বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বেনাপোল প্রতিনিধি, যশোর:
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফারুক (২৮) নামে বাংলাদেশি এক রাখাল আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত কাল ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বেনাপোল পোর্ট থানার উত্তর পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে। বিজিবি ও স্থানীয়রা জানান, ফারুক ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নেওয়ার জন্য পুটখালী সীমান্তে ইছামতি নদীর ধারে অপেক্ষা করছিল। এসময় ভারতের আঙ্গাইল সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যশোরে নিয়ে যায়। ২৩ বর্ডার গার্ড বিজিবি’র পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।