Connect with us

জাতীয়

সীমান্তে বাংলাদেশীর লাশ উদ্ধার

Published

on

dead-body_103325পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার শিংরোড সীমান্তে বিএসএফ কর্তৃক মো. আক্তারুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার একদিন পর তার লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরে তার ক্ষত-বিক্ষত লাশ ভারত থেকে সীমান্তের একটি নদী দিয়ে ভেসে আসে। বৃহ¯পতিবার রাতেই বিএসএফ তাকে নির্মমভাবে হত্যা করেছে বলে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ করেন। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহ¯পতিবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের মো. আক্তারুল ইসলাম শিংরোড সীমান্তের কাছে মাছ ধরতে যায়। এ সময় কোনো কিছু না বলে ভারতের সাঁকাতি বিএসএফ ফাঁড়ির সদস্যরা অস্ত্রের মুখে তাকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। তবে ঘটনার পর থেকে কোনো বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে বিএসএফ। গতকাল দুপুরে ছোট যমুনা নদী দিয়ে ভারত থেকে লাশ ভেসে আসতে দেখে সীমান্তের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ সীমান্তের লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, বৃহ¯পতিবার দুপুরে আমরা সীমান্তের কাছে একটি ক্ষেতে কাজ করছিলাম। এ সময় বিএসএফের একটি গাড়ি থেকে কি যেন নদীতে ফেলে দিতে দেখলাম। একটু পরেই সেখান থেকে আক্তারুলের লাশ ভেসে আসে। নিহতের ছোট ভাই আনারুল ইসলাম বলেন, আমার বড় ভাই বৃহ¯পতিবার সকালে সীমান্তের কাছে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বিএসএফ তাকে নির্মমভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। গতকাল দুপুরে ভারত থেকে তার লাশ ভেসে আসে। আমরা এর উপযুক্ত বিচার চাই। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, আমরা খবর পাওয়ার সাথেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছিল। একদিন পর তার লাশ ভারত থেকে ভেসে আসার পর আমরা আবারো তাদের সঙ্গে যোগাযোগ করি। এরপরও বিএসএফ অস্বীকার করেছে। আমরা বিষয়টি উপর মহলে জানিয়েছি। আশা করি ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চলমান বৈঠকে বিষয়টি তুলে ধরা হবে। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফিরোজ বলেন, লাশটি বাংলাদেশী নাগরিকের বলে সনাক্ত করা হয়েছে। সুরতহাল এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *