Connecting You with the Truth

সীমান্তে হত্যাকান্ড শুন্যের কোটায় নিয়ে আসবো-বিজিবি’র মহা পরিচালক

জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তের অবস্থা আগের চেয়ে অনেক ভালো রয়েছে। সীমান্তে হত্যাকান্ড অনেকটা কমে গেছে। আমি এ হত্যাকান্ড শুন্যের কোটায় নেমে নিয়ে আসবো । এটা আমার চ্যালেঞ্জ, যদি প্রতিপক্ষ ভারত আমাকে সহযোগিতা করেন। তিনি সোমবার বিকালে লালমনিরহাট জেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার ‘তিনবিঘা’ করিডোর পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্ন উওরে এসব কথা বলেন। তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর নিয়মিত সীমান্ত পরিস্থিত পর্যবেক্ষন করছি। এটা অব্যাহত থাকবে।

এর আগে বিজিবি’র মহা পরিচালক পানবাড়ী বিজিবি ক্যাম্প পরির্দশ করেন। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র সাথে তিন বিঘা করিডোরে এক সৌজন্য সাক্ষৎতে মিলিত হন। এ সময় বিজিবি’র রংপুর রিজিওনাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ, রংপুর সেক্টর পরিচালক কর্ণেল মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী ও ভারতের পক্ষে বিএসএফ’র জলপাইগুড়ি সেক্টর কমান্ডার বি এস পাটিয়াল, ২২ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র কমান্ডার অজয় লুথরা উপস্থিত ছিলেন। সেখানে তিনবিঘার অভ্যন্তরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

Comments
Loading...