Connecting You with the Truth

সুইটহার্টের শ্যুটিং করতে ব্যাংককে মিম

b-10বিনোদন প্রতিবেদক:
‘সুইটহার্ট’ নামের একটি ছবির কাজ করছেন বিদ্যা সিনহা মিম। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রিয়াজ ও বাপ্পি। এ ছবির ঢাকার বিভিন্ন জায়গার কাজ শেষে ২৬ জানুয়ারি ব্যাংকক রওনা করবেন মিম। প্রথমবারের মতো ব্যাংককে কোনো ছবির শ্যুটিং এ অংশ নিচ্ছেন এই তারকা। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ প্রসঙ্গে মিম বলেন, ‘ব্যাংককের পাতায় আমাদের তিনটি গানের দৃশ্যায়ন হবে। চমৎকার একটি প্রেমের গল্পের ছবি এটি। আর প্রথমবার ছবির কাজে ব্যাংককে যাওয়া হচ্ছে। বেশ ভালো লাগছে। তবে বেশি দিন থাকা হবে না। কারণ ২ ফেব্রুয়ারি দেশে ফিরে ‘পদ্ম পাতার জল’ ছবির কাজ শুরু করব।’ ‘সুইটহার্ট’ ছবিতে বিশেষ একটি দৃশ্যে অভিনয় করছেন শম্পা রেজা। অন্যদিকে মিম তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইমনকে।


Comments