Connecting You with the Truth

সুইডেনে রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলায় নিহত ২

0আন্তর্জাতিক ডেস্ক:

সুইডেনের গোটেনবার্গ শহরের একটি রেঁস্তোরায় গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) রাতে সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গটেবর্গের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।  অত্যাধুনিক অস্ত্র নিয়ে অজ্ঞাত দুই বন্দুকধারী রেস্টুরেন্টটিতে প্রবেশ করে অতর্কিত হামলা চালালে এ প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির টেলিভিশন এসভিটি জানায়, দুই অজ্ঞাত বন্দুকধারী রেস্টুরেন্টটিতে প্রবেশ করে অতর্কিত গুলি চালায়। এ সময় তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র দেখা যায়। হামলায় সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি উল্লেখ করে সুইডিশ পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত চলছে। এই হামলাটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে পুলিশ। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে হওয়া এই হামলায় সন্ত্রাসসম্পর্কিত কোনোকিছুর ইঙ্গিত পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মুখপাত্র উল্লা ব্রেহেম বলেন, “এটি কোনোভাবে সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত এমন কিছুই পাওয়া যায়নি।” ব্রেহেম জানান, গোটেনবার্গের একটি দ্বীপ হিসিঙ্গেনে এই ঘটনা ঘটেছে। ওখানে সংঘবদ্ধচক্রগুলোর মধ্যে অনেক সহিংসতার ঘটনা ঘটে। আর এ ক্ষেত্রেও এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, “এখানে সুনির্দিষ্টভাবে পুলিশ অভিযান চালিয়েছে কারণ এখানে সংঘবদ্ধ অপরাধের ঘটনা ঘটে। অতীতেও এখানে গোলাগুলির ঘটনা ঘটেছে।

Comments
Loading...