Connecting You with the Truth

সুন্দরগঞ্জে অটোবাইক চালক রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

Sundargonj
সুন্দরগঞ্জে অটোবাইক চালক রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

বাপ্পী রায়, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: সুন্দরগঞ্জ উপজেলায় অটোবাইক চালক রাজু মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকার অটোবাইক চালকেরা।

জানা গেছে, বেলকা গ্রামের মজিবর রহমানের পুত্র অটোবাইক চালক রাজু মিয়ার অটোবাইক গত ১লা জানুয়ারি একই গ্রামের মোজাম্মেলের পুত্র নুর আলমের সহায়তায় অজ্ঞাত নামা কয়েক ব্যক্তি রিজার্ভ ভাড়া নিয়ে লালমনিরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ২ দিনেও রাজু ফিরে না আসায় গত রবিবার তার পরিবারের পক্ষ থেকে মাইকিং করে তার সন্ধান কামনা করেন। এরপর ওই দিনই দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় রাস্তার পাশ থেকে অটোবাইক চালক রাজু মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ এক অভিযান চালিয়ে গত রোববার রাজু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ভাড়া সহায়তাকারী নুর আলম ও তমেজ উদ্দিনের পুত্র নুর ইসলামকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর সুন্দরগঞ্জ থানা পুলিশ নুর ইসলামকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকাবাসী ও অটোবাইক চালকেরা ফুসে ওঠেন। গতকাল সোমবার তারা শতাধিক অটোবাইক নিয়ে রাজু হত্যাকারীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বেলকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে ১০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে উপজেলা চত্বরে পৌঁছে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন নব নির্বাচিত কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, মোহাম্মদ আলী, জাপা নেতা শুকুর আলী, অটো মালিক সমিতির রোড সেক্রেটারি আকবর ও অটো মালিক জেম্স। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, নুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Comments
Loading...