সুন্দরগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে
বাপ্পী রাম রায়,সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালবেলা ৫ টায় উপজেলার নগর কাঠগড়া হাটে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী ক্রেতা ও বিক্রেতাগণ। ঘন্টাব্যাপী চলাকালীন মানববন্ধনে বক্তৃতা দেন ব্যবসায়ী আলম মিয়া, জাহিদ মিয়া, বিপ্লব মিয়া, নয়ন মিয়াসহ প্রমূখ। বক্তব্যে তারা বলেন, অনেক বড় এবং পুরাতন হাট আমাদের নগর কাঠগড়া হাট। এহাটে গরু-ছাগল, হাঁস-মুরগী, মাছ-মাংসসহ বিভিন্ন তরিতরকারী খুচরা ও পাইকারী বিক্রি হয়। এখানে বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে ক্রেতা ও বিক্রেতাগণ আসেন। কিন্তু পরিতাপের বিষয় হলো হাটে খাজনা বা টোল আদায়ের কোন তালিকা কোথাও সাঁটানো নেই। ফলে ইজারাদারগণ ইচ্ছামত অতিরিক্ত টোল আদায় করে আসছেন। প্রতিবাদ করলে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের ইজারাদারগণ হুমকি দেন বলে জানান বিক্ষোভকারীরা। তারা আরো বলেন,এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। এব্যাপারে মুটোফোনে যোগাযোগ করলে ইউএনও মোঃ সোলেমান আলী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।