সুন্দরগঞ্জে অভিভাবক সমাবেশ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর বহুমূখী কারিগরি দাখিল মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাদ্রাসার আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনসুর আহমেদ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূবর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. গোলাম কিবরিয়া। এসময় আরোও বক্তৃতা দেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ. এম মাহবুবুর ইসলাম, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক এম.এ আউয়াল বিএসসি ও জাপা নেতা শুকুর আলী প্রমূখ। এর আগে প্রধান অতিথিকে ফুলের মালা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শেষে বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।