Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুন্দরগঞ্জে ট্রাক চাপায় ৮ম শ্রেণীর ছাত্রী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সুমি আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (২০মার্চ) সকালের দিকে উপ‌জেলার ছাইতানতলাস্থ সাকা মারা ব্রীজ এলাকায় এঘটনা ঘটে। নিহত সুমি সর্বানন্দ ইউপির রামভদ্র (জানপাড়)গ্রামের গণি মিয়ার মেয়ে। এসময় সাহানা আক্তার (১৪) নামে আরোও একজন গুরুতর আহত হয়।
জানা যায়,বুধবার সকালে সুমি ও সাহানা বাইসাইকেল যোগে ছাইতানতলায় প্রাইভেট পড়তে যাচ্ছিলেন এসময় একটি ট্রাক পেছন দিক থেকে এসে তাদের সাইকেলে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমি মারা যায়।এসময় তার সাথে থাকা সাহানা গুরুতর আহত হয়।স্থানীয় জনতা সাহানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। হতাহতরা উপজেলার ছাইতানতলা করুনাময়ী বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের ৮ম শ্রেনীর ছাত্রী ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অাসাদুজ্জান সরদার।ঘটনার পর ঘাতক ট্রাকচালক  সুন্দরগ‌ঞ্জ ফায়ার সা‌র্ভিস ষ্টেশনের সাম‌নে ট্র্যাকটি ( ট-১৮৪৬৭৪) রে‌খে পা‌লি‌য়ে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পু‌লিশ ট্রাকটি আটক করেছে।সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.