Connecting You with the Truth

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি শামীমকে গণসংবর্ধনা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ ফাযিল মাদ্রাসা মাঠে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নবনির্বচিত সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার তারাপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে এ গণসংবর্ধনা দেয়া হয়। উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে গণসংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন সাংসদ ব্যারিস্টার শামীম হায়দায় পাটোয়ারী। সম্মানিত অতিথির বক্তৃতা দেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তৃতা দেন জাপার উপজেলা সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল, দপ্তর দম্পাদক রাকীব মোঃ হাদীউল ইসলাম ও পৌর সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু। এসময় আরোও বক্তৃতা দেন মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা ফকরুল ইসলাম, জাপার তারাপুর ইউনিয়ন সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আজিজল হক প্রমূখ। এর আগে সাংসদকে সম্মাননা প্রদান করেন জাপা নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

Comments
Loading...