Connecting You with the Truth

সুন্দরগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান চলছে, গমে লক্ষ্য মাত্রা অর্জিত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: 
গাইবান্ধার সুন্দরগঞ্জের ২টি খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযান চলছে। জানা যায়, এ বছর সুন্দরগঞ্জ খাদ্য গুদামে ২ হাজার ৬শ ৬৯ ও বামনডাঙ্গায় ১ হাজার ১শ ৪০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৫ জুন আনুষ্ঠানিক ভাবে প্রতি মণ ৯শ ২০ টাকা দরে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। যা ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারীত সময়ের মধ্যে লক্ষ্য মাত্র অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ জলিল মন্ডল। তিনি আরো বলেন, গত ২০ মে খাদ্য গুদাম ২টিতে প্রতিমণ গম ১হাজার ১শ ২০ টাকা দরে সংগ্রহ ৪শ ৬৪ মেট্রিক টন গম সংগ্রম অভিযানের উদ্বোধন করা হয়। যা ৭ জুন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জ খাদ্য গুদামে ৩শ ৭০ ও বামনডাঙ্গায় ৯৪ মেট্রিক টন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল। এদিকে, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান, গম সংগ্রহের স্থলে নানান অপকৌশলে এসব গম ও ধান সংগ্রহ করা হচ্ছে বলে সাধারণ কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

Comments
Loading...