Connecting You with the Truth

সুন্দরগঞ্জে শতভাগ ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে শীর্ষ হাজি দবির উদ্দিন কিন্ডার গার্টেন

বাপ্পী রাম রায় সুন্দরগঞ্জ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাজি দরির উদ্দিন কিন্ডার গার্টেন থেকে শতভাগ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটি বিভাগীয় পর্যায়ে শীর্ষে অবস্থান করছে।
মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফলে প্রতিষ্ঠানটি এ চমক সৃষ্টি করে। এর আগে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ৪৭ জন অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ লাভ করে এবং ৪৭ জনই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যজনক ফলাফল লাভ করে আসছে। হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আজাদুল করিম প্রামানিক নিপু জানান, শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলেই এ ফলাফল সম্ভব হয়েছে। অধ্যক্ষ দীনবন্ধু বর্মন জানান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে শতভাগ ট্যালেন্টপুল বৃত্তি লাভ। অভিভাবক নাজমুল ও জাহাঙ্গীর আলম জানান প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করায় আমাদের শিশুরাও এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে এক হাজার ৩০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষক রয়েছে ৪৮ জন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, প্রতিষ্ঠানটি শতভাগ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করায় আমি অভিনন্দন জানাই। তিনি আরও বলেন শতভাগ ট্যালেন্টপুল বৃত্তিলাভ দেশে নজির বিহীন হতেও পারে। সেই সাথে সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোকেও ভালো ফলাফল করে দেশের সুনাম বৃদ্ধির আহবান জানান তিনি।

Comments
Loading...