সুন্দরবনে হরিণের চামড়া ও অস্ত্রসহ আটক ৩
সাইফুল ইসলাম, বাগেরহাট: সুন্দরবনে হরিণের চামড়া ও অস্ত্রসহ বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দুপুরে উপজেলার রুইতার চর এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নরসিংহ গ্রামের মো. সাইদ (৪২), বরগুনার পাথরঘাটার হোগলাপাশা গ্রামের মো. মুসা (৪২) ও জসিমউদ্দিন (২২)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদ পেয়ে রুইতার চরে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুইটি হরিণের চামড়া, দুইটি একনালা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, তিনটি দেশে তৈরি অস্ত্র ও রশি উদ্ধার হয়। আটককৃতরা সুন্দরবনের হরিণ ও বাঘের চামড়া পাচারের সঙ্গে জড়িত বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হ হরিণের চামড়া ও অস্ত্রসহ বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার দুপুরে উপজেলার রুইতার চর এলাকায় এ অভিযান চালানো হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।