Connecting You with the Truth

সুরের মূর্ছনা ছড়াতে এবার কানাডা যাচ্ছেন রুনা লায়লা

b-6
বিনোদন ডেস্ক:
সুরের মূর্ছনা ছড়াতে এবার কানাডা যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার কণ্ঠের জাদুতে মেতে উঠবেন কানাডিয়ানরা। ওটোয়া, টরন্টো ও মন্ট্রিয়লে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। রুনা লায়লা জানান, দুই বছর আগে কানাডায় গাইতে গিয়েছিলাম। এবারের কনসার্টগুলোর আয়োজন করেছে পার্ক এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। রুনা লায়লা তার সব কনসার্টের শেষটা করেন ‘দমা দম মাস্ত কালান্দার’ গানটি দিয়ে। এবারও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বের যেখানেই যাই, শ্রোতারা এই গানটি শুনতে চায়। এটি একটি ভক্তিসংগীত। সিন্ধি ও পাঞ্জাবি ভাষার সংমিশ্রণ রয়েছে এই গানে।’ কানাডায় সংগীত পরিবেশন শেষে রুনা ঢাকায় ফিরবেন ১৩ অক্টোবর। সম্প্রতি তিনি ‘মহুয়া সুন্দরী’ নামের একটি ছবিতে গান গেয়েছেন।


Comments
Loading...