Connecting You with the Truth

সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক:2014 Australian Open - Day 3
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। আজ বুধবার টেনিস র‌্যাংকিংয়ের এক নাম্বার তারকা ডোমিনিকা সিবুলকোভাকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফেবারিট হিসেবেই কোর্টে নামেন সেরেনা উইলিয়ামস। শুরু থেকে খেলছেনও দুর্দান্ত। বুধবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস মুখোমুখি হন ডোমিনিকা সিবুলকোভার। স্লোভাকিয়ার তরুণ প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই নজর কুড়িয়েছেন সিবুলকোভা। কিন্তু কোয়ার্টার ফাইনালে সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। বরং নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এদিন ৬-২ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন সিবুলকোভাকে। এমন জয়ের পর দারুণ সন্তুষ্ট সেরেনা উইলিয়ামস। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৮টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। গত বছর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনে কিছুটা নিস্প্রভ এই আমেরিকান তারকা। সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তাই এবার তার চোখে শুধুই শিরোপা জয়ের স্বপ্ন। আর সেজন্য সেরেনা উইলিয়ামসকে সেমিফাইনালে লড়াই করতে হবে অবশ্যই মেডিসন কিয়েসের বিপক্ষে। সেরেনা উইলিয়ামসের এটি ২৬তম গ্র্যান্ডস্লাম সেমিফাইনাল।

Comments
Loading...