সৈয়দপুরে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত
নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর কয়াগোলাহাট ডাঙ্গাপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আড়াইটায় এনামুল হক ঝেল্লুুর মালিকানাধীন মেসার্স খায়রুল গালামাল স্টোরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে একই লাইনের অপর তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ঐ এলাকায় দায়িত্বরত সৈয়দপুর থানার এএসআই শরীফের নেতৃত্বাধীন টহল দল আগুন টের পেয়ে এলাকাবাসীকে ডেকে তোলে এবং বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দল প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মাজেদুল সাইকেল সার্ভিসিং সেন্টার, ওবাইদুল স্যান্ডেল স্টোর ও হাসানুর সিংয়ের কাঁচামাল দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং মেসার্স খায়রুল গালামাল স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।