সৈয়দপুরে দুর্ঘটনায় ইউএস বাংলার ফ্লাইট
সৈয়দপুর প্রতিনিধি, নীলফামারী : ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি বিমান নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানটি ঢাকা থেকে যাত্রী নিয়ে সোমবার সকাল সাড়ে ৭ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। কিন্তু সেটি সৈয়দপুরের আকাশে কয়েকবার চক্কর দিয়ে পুনরায় ঢাকা ফিরে যায়। পরে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ২০ মিনিট পর সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।
ইউএস বাংলার সৈয়দপুর অফিস জানায়, সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা থাকায় বিমানটি অবতরন করতে না পেরে ঢাকা ফিরে যায়। পরে দুই ঘণ্টা পর সৈয়দপুরে অবতরণ করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএস বাংলার প্রশাসন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় টাওয়ার সিগন্যাল না দেখানোয় বিমানটি নামতে পারেনি। উল্লেখ যে গত ৪ সেপ্টেম্বর সকাল পনে আটটায় ইউএস বাংলার একটি বিমান ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে এসে সৈয়দপুরে অবতরণের পর রানওয়ের ইউটান করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছিল।
বাংলাদেশেরপত্র/এডি/আর