Connecting You with the Truth

সৈয়দপুরে ভেজাল লাচ্ছা সেমাই ফ্যাক্টরীতে অভিযান আটক ২, ফ্যাক্টরী বন্ধ, জরিমানা

শাহজাহান আলী মনন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরীর খবর দৈনিক তিস্তা সংবাদে প্রকাশের সূত্র ধরে ফ্যাক্টরীতে ভ্র্যাম্যামান আদালত অভিযান চালিয়ে দুই কর্মচারীকে আটক, ফ্যাক্টরী বন্ধ ও জরিমানা করেছেন। বিকালে শহরের বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকায় ময়নুদ্দিনের ছেলে শাহীনের ফ্যাক্টরীতে অভিযান চালান ভ্র্যাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিমল কুমার সরকার। এসময় ফ্যাক্টরীর কোন কাগজ দেখাতে না পারায় ও নোংরা পরিবেশে নি¤œমানের লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও ফ্যাক্টরী বন্ধ করে দেয়। একই এলাকায় আজাদের ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে তাজা, তাজমহল, বাধন নামে বিভিন্ন মোরকে লাচ্ছা সেমাই বাজার জাত করে আসছে আজাদ। এছাড়া এসব তৈরির কোন কাগজ পত্র দাখিল করতে না পারায় এবং নোংরা পরিবেশে সেমাই তৈরি করার অভিযোগ ফ্যাক্টরীর মালিককে না পেয়ে ২ কর্মচারীকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযানে আরো উপস্থিত ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর অহেদুল ইসলাম, আলতাব হোসেন ও সৈয়দপুর থানার এএসআই রেজাউল সহ পুলিশ সদস্যবৃন্দ। দুইটি ফ্যাক্টরী ছিল পরিত্যক্ত মুরগীর খামারে। এ ব্যাপারের ভ্র্যাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুরে ভোক্তাদের ভেজাল মুক্ত খাবার পরিবেশনে আমরা বদ্ধ পরিকর। অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ঈদ উল ফিতর উপলক্ষে গড়ে উঠেছে সৈয়দপুরে মৌসুমী লাচ্ছা সেমাই ফ্যাক্টরী। এসব ফ্যাক্টরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে। এরকম ফ্যাক্টরী ২৫/৩০টি রয়েছে সৈয়দপুরে।

Comments
Loading...