সৈয়দা সাজেদা চৌধুরী ৮মার্চ নগরকান্দার জনসভায় আসবেন
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি আগামী ৮ মার্চ বুধবার তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় সরকারী সফরে আসবেন।
সংসদ উপনেতার প্রেস এন্ড মিডিয়া বিভাগ সুত্রে জানা যায়, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা)’র উন্নয়নের রুপকার মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বুধবার বিকাল ৩টায় নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র দাস। আরো উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নগরকান্দা ও সালথা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জনসভায় যোগদান করার জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন।