সোনাইমুড়িতে হেযবুত তওহীদের জোড়া খুনের বিচারের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন
দিনাজপুর প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়িতে গত ২০১৬ ইং সালের ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে মানবতার কল্যানে নিয়োজিত অরাজনৈতিক অন্দোলন হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে আজ বুধবার বিকেল ৩টায় দিনাজপুর কালিতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
উক্ত সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবীতে লিখিত বক্তব্য রাখেন হেযবুত তওহীদের দিনাজপুর জেলা সভাপতি মো. আবু সুফিয়ান। এসময় উপস্থিত থেকে ১৪ মার্চ ধর্ম উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগাঠনিক সম্পাদক মো. আশেক মাহমুদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, জেটিভি নিউজের জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, হেযবুত তওহীদের জেলা সাধারন সম্পাদক মো. রিপোন হাসান, বণিক বার্তার জেলা প্রতিনিধি, রফিকুল ইসলাম ফুলাল, হেযবুত তওহীদের জেলা সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।