Connecting You with the Truth

সোনাগাজী আগুনে বসতঘর ভস্মিভুত; ক্ষতি ২০ লক্ষাধিক

Sonagazi
আগুনে ভস্মিভুত জাপর আহম্মদের বসতঘর’

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর সম্পূর্ন ভস্মিভুত । এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। স্থানীয় সুত্র জানায়, বুধবার দিবাগত রাতে ওই গ্রামের মনহর আলী বাড়ীর জাপর আহম্মদের বসত ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের টের পেয়ে ঘরের ঘুমন্ত লোকজন বেরিয়ে চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যার্থ হয়। সোনাগাজী দমকল বাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌছার পুর্বেই দুটি বসতঘর সম্পূর্ন ভস্মিভুত হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান সোনাগাজী দমকল বাহীনির সদস্যরা । সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী ভুমি কমিশনার বিদর্শী সম্বধী চাকমা ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন শীতবস্ত্র ও ত্রান সামগ্রী বিতরন করেন।

Comments
Loading...