সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের বসতঘর ভাংচুর
সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়ীর অসহায় দিনমজুর সোহাগের বসতঘরে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। সরেজমিনে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে বৃহষ্পতিবার রাতে ওই বাড়ীর দরজায় প্রতিবেশি ওবায়দুল হকের ছেলে সেলিমের সাথে সোহাগের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক ঘন্টা পর সেলিম তার ১০/১২জন সহযোগী নিয়ে সোহাগকে হত্যার উদ্দেশ্যে তার ঘরে হামলা চালায় । এ সময় তাকে খুজে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা সোহাগের একমাত্র সম্বল বসতঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে মোবাইল সেট , নগদ অর্থ সহ ব্যাবহারী মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার উপর সোহাগ হামলা চালিয়েছে । তার ঘরে হামলার সময় আমি হাসপাতালে চিকিৎসাধিন ছিলাম , আমার বিরুদ্ধে মামলা দিতেই এসব নাটক সাজিয়েছে সোহাগের পরিবার। এ ঘটনায় সোহাগের খালা পরান বিয়া বাদী হয়ে সেলিমকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি ,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।