Connecting You with the Truth

সোনাগাজীতে স্বাক্ষর জালিয়াতি করে লক্ষাধিক টাকা উত্তোলন

033সৈয়দ মনির আহমদ, সোনাগাজী, ফেনী: বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সোনাগাজী শাখায় মাষ্টার পাড়া আদর্শ সমাজের একাউন্ট থেকে স্বাক্ষর জালিয়াতি করে এক লক্ষ দশ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। কমিটির সভাপতির অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে টাকা ফেরত নিয়েছে ব্যাংক কতৃপক্ষ। মাষ্টার পাড়া সমাজ কমিটির সভাপতির সভাপতি মাওলানা নুর নবী জানান, বুধবার সকাল ১০টায় ব্যাংকে টাকা উত্তোলনের জন্য গেলে ব্যাংক কর্মকর্তা তাকে বলেন একাউন্টে টাকা নেই । গত ২৬ জানুয়ারী মফিজুল হক , আবুল কাশেম ও মাহবুবুর রহমান নামের তিন ব্যক্তির যৌথ স্বাক্ষরিত চেকে ওই পরিমান টাকা উত্তোলন করা হয়। ব্যাংকের শাখা ব্যাবস্থাপক শামসুল হক জানান , সমাজ কমিটির সিল ও কমিটির লোকদের স্বাক্ষর দেখেই চেক পাশ করা হয়েছে। কমিটি পরিবর্তনের বিষয়টি আমাদের জানা ছিলনা। অভিযোগ পেয়ে আমরা টাকা গুলো ফেরত নিয়েছি। এ ব্যাপরে মফিজুল হক জানান, আমরা কমিটির লোকজনই আমাদের সমাজ কমিটির একাউন্ট থেকে টাকা উত্তোলন করেছি, দোষের কিছু নেই। আভ্যন্তরিন দ্বন্ধ থাকায় কমিটির সভাপতি নুর নবী মিথ্যা অভিযোগ করছেন। ব্যাংকের অনুরোধে আমরা পুনরায় ওই টাকা একাউন্টে জমা করেছি।

Comments
Loading...