সোনারগাঁয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে ‘আসুন সবাই মিলে আমরা দুর্নীতিকে না বলি’- এই স্লোগানকে সামনে রেখে গত কাল মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাছান আলী সরকার, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহআলম রূপম, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম, সনমান্দি ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, সাদিপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোকমান হোসেন প্রমুখ।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাছান আলী সরকার বলেন, “আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি আগ্রাসন আকারে দেখা দিয়েছে। মানুষ যদি আল্লাহর দেয়া সঠিক সরল পথ অবলম্বন করে তাহলে মানুষ দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারবে। দুর্নীতির ফলে জাতীয় উন্নয়ন বিপর্যস্ত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পথে। আসুন আমরা সবাই মিলে দুর্নীতিকে না বলি।”