Connecting You with the Truth

সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত ৯

Somali men watch as fires burn amidst the destruction outside the Sahafi Hotel in Mogadishu, Somalia Sunday, Nov. 1, 2015. A Somali police officer says an explosion followed by heavy gunfire has been heard, thought to have been caused by a suicide car bomb, at the hotel often frequented by Somali government officials and business executives. (AP Photo/Farah Abdi Warsameh)

আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গিদের হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। কঠোর নিরাপত্তা বেস্টিত সোমালি ইয়ুথ লীগ(এসওয়াইএল) নামের হোটেলে প্রবেশের আগে এর বাইরে হামলাকারীরা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।
পিস গার্ডেন নামে পরিচিত একটি জনপ্রিয় পার্ক লক্ষ্য করেও হামলা চালানো হয়। পুলিশ জানায়, তারা এ হামলার ঘটনায় চারজনকে গুলি করে হত্যা করেছে। এর মধ্যদিয়ে ওই হামলার ঘটনার অবসান ঘটানো হয়। আল-কায়েদার শাখা আল-শাবাব হচ্ছে সোমালিয়ার একটি সশস্ত্র জঙ্গি সংগঠন। খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বিকট শব্দ শোনা যাওয়ার পর বন্দুক যুদ্ধ শুরু হয়।
খবরে আরো বলা হয়, প্রথম গাড়ি বোমার বিস্ফোরণের প্রায় ৪০ মিনিট পর একই মাত্রার আরেকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আল-শাবাব সংবাদ মাধ্যমকে জানায়, হোটেলটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জানায়, ‘আমরা এসওয়াইএল হোটেলে হামলা চালিয়ে এতে জোরপূর্বক ঢুকে পড়ি।’
উল্লেখ্য, প্রেসিডেন্টের প্রাসাদের কাছে অবস্থিত হোটেলটি সরকারি কর্মকর্তাদের কাছে অনেক জনপ্রিয়। পিস গার্ডেনের প্রত্যক্ষদর্শীরা জানান, এ হামলার সময় পার্কে অনেক লোক অবস্থান করছিল। মোগাদিসুতে প্রেসিডেন্টের প্রাসাদে মর্টার হামলা চালানোর একদিন পর এ হামলা চালানো হলো।

Comments
Loading...