Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সোমালী শরণার্থী শিবির বন্ধে জাতিসংঘকে ৩ মাসের সময় কেনিয়ার

refugeeআন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ার দাদাব শরণার্থী শিবির তিন মাসের মধ্যে বন্ধ করে এতে অবস্থানরত পাঁচ লক্ষ সোমালিয় নাগরিককে অন্যত্র স্থানান্তর করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী উইলিয়াম রুটো। শনিবার তিনি এ আহ্বান জানান। সোমালিয়ার সীমান্তের এই দাদাব শিবির আফ্রিকার সবচেয়ে বড় শরণার্থী শিবির। এটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। সোমালিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সোমালিয়া থেকে লাখ লাখ শরণার্থীরা পালিয়ে এসে এই শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। এই শরণার্থী শিবিরে এমন অনেকে আছেন যারা ২০ বছরের বেশ সময় ধরে এখানে রয়েছেন। গত ২ এপ্রিল সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জন নিহত হয়। কেনিয়া সরকারের অভিযোগ দাদাব শরণার্থী শিবিরটিতে আল-শাবাবের জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে থাকে এবং তারা এটিকে সমন্বয় কেন্দ্র হিসেবে ব্যবহার  করে। উইলিয়াম রুটো বলেন, জাতিসংঘের কাছে তিন মাস সময় আছে শিবিরটি বন্ধ করার এবং তাদেরকে নতুন স্থানে নিয়ে যাওয়ার। যদি সেটা করতে তারা ব্যর্থ হয় তাহলে কেনিয়া নিজেই সেটা করবে। তিনি বলেন, নাইন ইলিভেনের পর আমেরিকা যেভাবে বদলে গেছে তেমনি গারিসা হত্যাকাণ্ডের পর কেনিয়াও বদলে যাবে। তবে কেনিয়াতে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর প্রতিনিধি রাওফ মাজুও বলেছেন সরকারের এ ধরণের ইচ্ছার কথা তিনি সংবাদমাধ্যমে শুনেছেন। কেনিয়া সরকারের পক্ষ থেকে তাদেরকে ওই শিবিরটি বন্ধ করার বিষয়ে কিছু বলা হয়নি।কেনিয়ার দাদাব অঞ্চলে অবস্থিত সোমালী শরণার্থী শিবিরে অন্তত পাঁচ লাখেরও বেশি সোমালি নাগরিকের বাস। সম্প্রতি সোমালিয়ার আল-শাবাব জঙ্গি সংগঠনের হামলায় কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ১৪৮ জন নিহত হওয়ায় জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর কাছে তিন মাসের মধ্যে শরণার্থী শিবিরটি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.