Connecting You with the Truth

সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে

দেশের এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে।

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু ওই ক্যাপসুল খেতে পারবে। এ ক্ষেত্রে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুরা পাবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি করে লাল রঙের ক্যাপসুল।

গত বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ ক্যাম্পেইনের নেতৃত্ব দিচ্ছে। দুর্গম এলাকায় পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ভরাপেটে শিশুদের নিকটস্থ টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Comments
Loading...