সৌদিতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক: স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে সৌদি আরবের আরাফাত ময়দানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন গাড়িচালকসহ আরও তিনজন।
জেদ্দায় বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রটারি আফজাল হোসাইন হতাহতদের পরিচয়ও জানিয়েছেন। নিহতরা হলেন- হেনা আক্তার (৪৫) ও তার ছেলে আরিফ আহমেদ সিফাত (২২) এবং রোকেয়া বেগম। হেনা আক্তার ঢাকার বাসিন্দা। তার স্বামী দুলাল সৌদি আরবে থাকেন। ধানমণ্ডিতে তাদের বাসা রয়েছে বলে জানা গেছে। আর রোকেয়া বেগমের বাড়ি নরসিংদীতে।
আহতরা হলেন-রোকেয়ার স্বামী সোহরাব হোসাইন ও হাফসা নামে তাদের একজন আত্মীয়। তারা সবাই সৌদি আরবে বেড়াতে গিয়েছিলেন।
জানা গেছে, আরাফাত ময়দানে বেড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। এতে মিয়নমারের নাগরিক গাড়িচালক আব্দুল আজিজও নিহত হন। বর্তমানে নিহতদের মরদেহ মক্কার আল নূর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।