Connecting You with the Truth

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে ৬১ জন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ্ব করতে গিয়ে এবছর সর্বমোট ৬১ জন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে দেয়া মঙ্গলবার পর্যন্ত নিহত হাজিদের তথ্য থেকে এই সংখ্যা জানা গেছে।

সরকারি বুলেটিন বলছে, সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৬১ জন হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৫১ এবং মহিলা-১০ জন। এর মধ্যে মক্কাতে ৪৪ জন, মদিনায় ৬ জন, জেদ্দা ২ জন, মিনায় ৪ জন এবং আরাফায় ৫ জনের মৃত্যু হয়।

সবশেষ মারা গেছেন ফেনীর আবদুস সালাম। ৪৮ বছর বয়সী এই হাজি মিনায় তার তাবুতে ইন্তেকাল করেন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজে গিয়েছেন। হজযাত্রীদের ফিরতি ফ্লাট শুরু হবে ২৭ আগস্ট থেকে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

Comments
Loading...