Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্কুলছাত্রীকে ধর্ষণ ও পাচারের চেষ্টায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

মঞ্জুরুল আলম, কালিয়া প্রতিনিধি: 

নড়াইলে নবম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রলোভন ধর্ষণ ও ভারতে পাচারের চেষ্টায় রিপন শেখ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গল বার (২০ মে) নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আবুল বাশার দন্ডাদেশপ্রাপ্ত লোহাগড়া উপজেলার রাজা‍পুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে রিপন শেখকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। মামলার বিবারণে জানা যায়, রিপন শেখ বিয়ের প্রলভন দেখিয়ে ২০১১ সালের ২৪ সেপ্টম্বর বিকেলে নড়াইলের চালিতাতলা সম্মিলণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে চালিতাতলা এলাকা থেকে লোহাগড়া নিয়ে আসে। রিপন ঐ ছাত্রীকে তার কাছে রেখে ধর্ষণ করে এবং ঘটনার দু”দিন পর ২৬ সেপ্টম্বর (২৬/০৯/২০১১) স্কুলছাত্রীকে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যায়। পাচারের বিষয়টি বুঝতে পেরে ঐ ছাত্রী স্থানীয়দের সহযোগিতায় তার পরিবারকে খবর দেয়। তার পরিবারের সদস্যরা তাকে বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে নড়াইলে নিয়ে আসেন। পরবর্তীতে ২০১১ সালের ৫ অক্টোবার নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দয়ের করা হয়। পাঁচজন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত গতকাল অভিযুক্ত রিপনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। তবে রিপন পালাতক রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.