Connecting You with the Truth

স্টার ওয়ার্স’র বিশ্ব রেকর্ড

download

বিনোদন ডেস্ক: ছবি মুক্তির ১২ দিনের মাথায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে জেজে আব্রাম পরিচালিত ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ বক্স অফিস থেকে তুলে নিল ১০০ কোটি ডলার৷কেবলমাত্র আমেরিকাতেই এই ছুটির মরশুমে বিক্রি হয়েছে প্রায় ৫৪ কোটি ডলার মূল্যের টিকিট৷

হিসেব অনুযায়ী দ্বিতীয় সপ্তাহের শেষের কাছাকাছি এসে এই ছবির বিক্রি এমন একটা জায়গায় এসেছে যে আজ পর্যন্ত ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে ছুটির মরশুমে সব চেয়ে বিক্রি হওয়া সিনেমা হিসেবে৷

এর আগে ২০০৯ সালে ক্রিসমাস উইকএন্ডে ৬ কোটি ডলার রোজগার করে প্রথম জায়গায় ছিল ‘শার্লক হোমস’৷ ইতিমধ্যেই ঘরোয়া বাজারে ৫৪ কোটি ডলার রোজগার করে জানিয়ে দিয়েছে ২০০৯ সালের ‘অবতার’ ছবির ৭৬ কোটি ডলারের বিক্রির রেকর্ড যে কোনো দিন ভেঙে যেতে পারে৷ এবং আশা করা যাচ্ছে নিউইয়ার ইভেই এই খেতাব ‘স্টার ওয়ার্স’ পেয়ে যাবে৷ ওভারসিজ বিক্রি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৫৫ কোটি ডলারে৷ এখনও পর্যন্ত চিনে এই ছবি মুক্তি পায়নি৷ পাবে ৮ জানুয়ারি৷ তখন মোট বিক্রি কোথায় গিয়ে দাঁড়াবে কেউই তার কোনো আন্দাজ পাচ্ছেন না৷

যদিও এই ছুটির মরশুমে মুক্তি পেয়েছে ‘ড্যাডিজ হোম’, ‘জয়’, ‘কনকাশন’, ‘দ্য বিগ শর্ট’, ‘পয়েন্ট ব্রেক’ ছাড়াও ট্যারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’ এবং অ্যালেহান্দ্রো ইনারিতুর ‘দ্য রেভারেন্ট’৷ কিন্ত্ত এর একটি ছবিও ‘স্টার ওয়ার্স’-কে কোনো রকম চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছে না৷

Comments
Loading...