Connecting You with the Truth

সড়কের নামে নাম প্রেমের জন্য কত কিছুই!

b-6
বিনোদন ডেস্ক:
প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে! কত চ্যালেঞ্জ নিতে হয়! ইন্তেখাব দিনারের চ্যালেঞ্জ একেবারেই অন্যরকম। কেমন সেটা? গ্রামে নতুন পাকা রাস্তা উদ্বোধন হয়েছে। দিনার খুশিতে লাফিয়ে ওঠে, এই তো সুযোগ! বাজারে ওষুধের দোকান আছে তার। রাস্তায় দু’টি বাস চালু হয়। দিনার কয়েকজন লোক ভাড়া করে। তাদের কাজ সারাদিন বাসে যাতায়াত করবে। নামবে তার নামের এই মোড়ে। শেষমেষ কী দিনারের নামডাক হয়? ওই গ্রামের মেয়ে তানিয়াকে বিয়ে করতে পারে সে? উত্তর জানা যাবে ‘সড়কের নামে নাম’ টেলিছবিতে। এতে আনোয়ার ও তানিয়া চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও নাদিয়া। আরও অভিনয়ে আছেন সায়কা ও আহসানুল হক মিনু। আবু সিদের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দীপংকর দিপন। এরইমধ্যে এ টেলিছবির দৃশ্যধারণ হয়েছে পুবাইলে। আগামী ঈদে একটি টিভি চ্যানেলে টেলিছবিটি প্রচার হবে।


Leave A Reply

Your email address will not be published.