‘‘সড়ক দুর্ঘটনারোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করা হবে‘‘
নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনারোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৯৮৩ সালের মটরযান অধ্যাদেশকে পরিবর্তন করে এ বছরই আইনে পরিণত করা হবে বলেও জানান মন্ত্রী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন বর্তমান প্রচলিত আইনের ফাঁকে অপরাধিরা শাস্তি ভোগ না করে ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে যায়। সড়ক দুর্ঘটনা এখন জাতির দুর্ভাবনায় পরিনত হয়েছে। দুরপাল্লার যান একজন চালক নিয়ন্ত্রণ করলে সে ঘুমে টলমল থাকে। এ কারণে দুর্ঘটনা ঘটে অনেক সময়।
তিনি বলেন, দুর্ঘটনার পরে যে সব তদন্ত কমিটি গঠন করা হয় এগুলো আসলে কোন কাজে আসে না। সেতু মন্ত্রী আরো বলেন, এবারের ঈদের পরে সড়কের অবস্থা ভালো থাকলেও যেসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এগুলোকে সড়ক দুর্ঘটনা বলবো না এগুলো রোড ক্ল্যাশ। এজন্য দায়ী অটোরিক্সা ও নসিমন। এগুলোর বিরুদ্ধে ১ আগষ্ট থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/এ