হঠাৎ দুঃখ জনক ঘটনা মেসির
স্পোর্টস ডেস্ক:
এই মৌসুমের পারফরম্যান্স বিচারে লিওনেল মেসিকে ‘কিংস অব দ্য অ্যাসিস্ট’ তকমা দেয়া যায়। কারণ, নতুন মৌসুমে বার্সেলোনার প্রত্যেকটি খেলায় প্রতিপক্ষের সাথে ফারাক গড়ে দিচ্ছেন ফুটবলের ক্ষুদে যাদুকরই। রোববার লেভান্তে ম্যাচও এর ব্যতিক্রম নয়। কিন্তু এর মাঝেই চার বছর বাদে স্প্যানিশ কোনো টুর্নামেন্টে ক্লাবের হয়ে ক্যারিয়ারের দশম পেনাল্টি মিস করলেন এমএলটেন। রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচে স্পট কিক থেকেও গোল তুলে নিতে ব্যর্থ মেসি। এদিন প্রতিপক্ষের ডিফেন্ডার ভিনট্রা মেসিকে নিজেদের ডি বক্ষে ফেলে দিলে সরাসরি লালকার্ড দেখেন। ফলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু সেই স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি। প্রসঙ্গত, এর আগে ২০১০/১১ মৌসুমে কোপা ডেল রের ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি।