হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর তুমুল সংঘর্ষ
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট এবং অন্তত ২৫ জনকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড টিয়ারসেল ও ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আজ বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামের আলফু মিয়ার মালিকানাধীন খাদিজা বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামের শফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০)। সম্প্রতি বেতন হিসেবে তিনি ৬৫০০ টাকা অগ্রিম নিয়ে নেন। এরই মধ্যে গত শুক্রবার জাহাঙ্গীর বেকারি মালিককে তার নানা মারা গেছেন জানিয়ে বাড়িতে যেতে চায়। কিন্তু বেকারি মালিক খবর নিয়ে জানতে পারেন আরো অনেক দিন আগেই তার নানা মারা গেছেন। পরবর্তীতে তিনি বেতনের অগ্রীম টাকা ফেরত দাবি করেন। না দিলে তাকে বাড়িতে যেতে দেবেন না বলে জানান। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরের বাবা এসে ছেলেকে নিয়ে যেতে চাইলে তাদের মাঝে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাতহাতিতে লিপ্ত হয়। এরই জের ধরে উভয়ের পক্ষ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৪০ জন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।