হরতালের কারণে রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে রবি ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১ মার্চ রোববার যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা হবে আগামী ১৪ মার্চ শনিবার। তার আগের দিন ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে হবে গত ১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া পরীক্ষাগুলো। আর ৩ মার্চ মঙ্গলবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও নতুন করে দিন দেওয়া হয়নি। পরবর্তীতে এসব পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন। শনিবার হেয়ার রোডে সরকারি বাড়িতে সংবাদ সম্মেলনে পরীক্ষাসূচি পরিবর্তনের কথা জানান মন্ত্রী। অবরোধের মধ্যে হরতালের কারণে চলতি এসএসসির ১২ দিনের ২৫১টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।অবরোধ ও হরতালের মধ্যে এবার এসএসসির পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কেবল সাত দিন; তাও ছুটির দিন শুক্র ও শনিবার। আগের চার সপ্তাহের মতোই শুক্রবার বিএনপির নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে।