Connecting You with the Truth

হরতাল-অবরোধের প্রভাব পড়ে নি পোষাক শিল্পে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

করিমগঞ্জ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ২০ দলীয় জোটের ডাকা ইস্যুবিহীন অবরোধ-হরতাল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গার্মেন্টস শিল্পের উৎপাদনে এ হরতাল-অবরোধ কোনো প্রভাব বিস্তার করতে পারে নি। যে কারণে গার্মেন্টস সেক্টরে ৯৫ ভাগ রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি শনিবার বিকেলে উপজেলার বালিখলা বাজারে হাওর অধ্যুষিত করিমগঞ্জ-মিঠামইন সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সড়ক বিভাগের অর্থায়নে সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে এ সড়কের নির্মাণ কাজ শেষ হলে জেলা শহরের সাথে হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, প্রকৌশলী মনিরুল ইসলাম, পৌর মেয়র হাজী আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন দুলাল, মতিউর রহমান ভূঞা, এ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন প্রমুখ। প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের কল্যাণে রাজনীতি না করে বিএনপি এখন জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। সরকার কঠোর হস্তে তা প্রতিহত করতে বদ্ধপরিকর।

Comments
Loading...