Connecting You with the Truth

হরতাল ও অবরোধের প্রতিবাদে কুড়িগ্রামে আ.লীগের বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ ও সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
গত কাল বুধবার দুপুরে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. জাফর আলীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, আওয়ামী লীগ নেতা অলক সরকার, এস এম ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁন্দ প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপের পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Comments