Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরতাল বাড়ল শুক্রবার ভোর ৬টা পর্যন্ত

images (2)বাংলাদেশেরপত্র অনলাইন:  দেশব্যাপী চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়িয়েছে ২০ দলীয় জোট। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ দলের তরফে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এই হরতাল বাড়ানোর ঘোষণা দেন। ২০ দলের পূর্ব ঘোষিত হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিলো।

মঙ্গলবার বিকেলে সংবাদমাধ্যমে প্রেরিত ওই সংবাদবিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এ দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ-মিছিল হবে বলেও সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাশাপাশি হরতাল শেষে শুক্রবার সারা দেশে সালাহউদ্দিন আহমেদের জন্য সকল মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান বরকত উল্লাহ বুলু।

Leave A Reply

Your email address will not be published.