হরিণাকুন্ডুতে নিখোঁজের ৮দিন পর জামায়াত নেতার লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডে নিখোঁজের আট দিন পর ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর নামে এক মাদ্রাসা শিক্ষকের ট্রাকচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হরিণাকুন্ডুর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবী, হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক ও মুসলীম বিবাহ ও তালাক রেজিষ্টার এবং পাশ্ববর্তি শৈলকুপা উপজেলার মহিষাগাড়ি জামে মসজিদের ঈমাম ছিলেন তিনি। গত ৪ আগষ্ট থেকে সে নিখোঁজ ছিল।
নিখোঁজের পাঁচদিন পর ৯ আগস্ট ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী বেগম জানায়, ৪ আগস্ট রাত ৮টার দিকে পাশ্ববর্তি উপজেলা শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। স্বামীকে ক্রসফায়ারে হত্যার আশংকা করেন স্ত্রী। শুক্রবার লাশ উদ্ধারের পর ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত পান্নার ছেলে ফরহাদ, ভাই আব্দুল মান্নান, ভগ্নিপতি মহিউদ্দীনসহ তার স্বজনরা অভিযোগ করেন, পুলিশ বিশেষ কায়দায় হত্যা করে এখন সড়ক দুর্ঘটনার নাটক সাজাচ্ছে। তাদের প্রশ্ন সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যাওয়ার পর নিখোঁজ একজন মানুষ কি ভাবে সড়ক দুর্ঘটনায় মারা যান?
হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দীন ট্রাকচাপা লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মাদ্রাসা শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী হরিণাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের গোলাম কাওছারের ছেলে।