Connecting You with the Truth

হলিউডে বাংলাদেশি আরেফ সৈয়দ

aref soyodবিনোদন ডেস্ক: আরেফ সৈয়দ। নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচির একদিন’ অবলম্বনে স্বনামে নির্মিত ছবির অভিনেতা। মূলত এ ছবির মাধ্যমে বাংলাদেশে পরিচিত তার।
আমেরিকায় বড় হওয়া এ শিল্পী সেখানের থিয়েটারে দীর্ঘদিন ধরে যুক্ত। এবার তিনি কাজ করছেন হলিউডের ছবিতে। ছবির নাম ‘ক্রুশ অব দ্য কোহিনূর’। আরেফ সৈয়দ ছাড়া ছবিটির বেশিরভাগ কলাকুশলী ভারতীয়। আর প্রযোজনা প্রতিষ্ঠান হলিউডের।
ছবিতে আরেফের সহশিল্পীরা হলেন ভারতীয় ঋত্বিকা রামনালি ও তারিনি পাল। আরও থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অভিনয়শিল্পী রাহসান নূরসহ আরও অনেকে। ছবিটির পরিচালক রাঘব মুরালি। তিনি ‌‘দ্য স্পেক্ট্যাকুলার জিহাদ অব তাজ রহিম’ ছবির জন্য পরিচিত।
আরেফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির কাজ চলতি সপ্তাহ থেকে শুরু হবে। সপ্তাহের শেষদিকে আমি দৃশ্যধারণে অংশ নেব। এটি হবে গাজীপুরে। ছবিটির বেশিরভাগ দৃশ্যধারণ হবে বাংলাদেশ ও ভারতে।’
‘ক্রুশ অব দ্য কোহিনূর’ মূলত হীরা চুরির ঘটনা নিয়ে অ্যাকশন ও ব্যঙ্গাত্মক চলচ্চিত্র। এটি হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে। ছবিটি প্রযোজনা করছে হলিউডের জিরইয়াব এন্টারটেইনমেন্ট।

Comments
Loading...