হাকিমপুরে হেযবুত তওহীদের উপজেলা কার্যালয় উদ্বোধন
হাকিমপুর প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ এবং হেযবুত তওহীদের মুখপাত্র দৈনিক বজ্রশক্তি, জেটিভি অনলাইন ও বাংলাদেশেরপত্র ডটকমের উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় হাকিমপুর পৌরসভার বাসুদেবপুর বিডিআর ক্যাম্পের পাশে লুৎফর নীড়ে একার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন হেযবুত তওহীদের স্থানীয় আমির মো. হাশিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির দিনাজপুর ভ্রম্যমান মো. লুৎফর রহমান, জেটিভি অনলাইনের প্রতিনিধি মো. আসাদুর জামান মুকুল, দৈনিক বজ্রশক্তির বিরামপুর নিজস্ব প্রতিনিধি মাহাবুর রহমান, হেযবুত তওহীদ সদস্য মো. রেজাউল ইসলাম, আবু শহিদ, শাহিনা আক্তার, শিরিনা আক্তার, কোমর আলীসহ স্থানীয় শুভাকাঙ্খীগণ।