Connecting You with the Truth

হাতিবান্ধায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: নবায়ন যোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষন বিষয়ে নবম হতে দ্বাদশ শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নেসকো’র সৌজন্য উক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, আবাসিক প্রকৌশলী নেসকো বাংলাদেশ লি: প্রসান্ত কুমার, প্রভাষক ইফতেখায়রুল ও আব্দুস ছালাম প্রমুখ।
উক্ত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আলিমুদ্দিন কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী শামীমা আক্তার ও শাহগরীবুল্যাহ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী কার্নিজ ফাতেমা দ্বিতীয় স্থান অধিকার করেন।

Comments
Loading...