Connecting You with the Truth

হাতীবান্ধায় আত্মসাৎ’র অভিযোগে প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন

Hatibandha News  16জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটে হাতীবান্ধায় অবস্থিত গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাৎ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তি বাবদ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় সচেতন মহলের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধনে নেতৃত্ব দেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা খাদেমুল মোস্তফা বসুনিয়া। এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বসুনিয়া, প্রভাষক আলমগীর হোসেন, হাবিবুর রহমান, শাহাজাহান, নুরুজামান হোসেন, ফেরদৌস আলম মেনিজ প্রমুখ। বক্তাগন গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের অপসারন দাবী করেন। গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার একটি কু-চক্রী মহল আমার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Comments
Loading...