Connecting You with the Truth

হাতীবান্ধায় মাদকসহ ট্রাক চালক- হেলপার আটক

atok

জিএ রিকো,হাতীবান্ধা: লালমনিরহাট হাতীবান্ধায় ২০ কেজি গাজাসহ ট্রাক চালক-ফজলু মিঞা(৩০) হেলপার- শাহীনুর(২৫) ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ ।
সোমবার ৩০ মে বিকাল ৩ টায় উপজেলার রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুইজনকে আটক করেন।আটক কৃতরা হলেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের ইছামদ্দিনের ছেলে ফজলু মিঞা(৩০) এবং একই গ্রামের বজলার রহমানের ছেলে শাহিনুর (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়,ডি এস বি হেলাল এর গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা রেল ক্রসিং এস.আই জহুরুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম পাথর ভর্তি ট্রাক এর গতি প্রতিরোধ করে তল্লাশি করিলে ২০ কেজি গাঁজাসহ ট্রাকটি উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল মতিন প্রধান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, মাদক নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ।বিডিপি/আমিরুল

Comments
Loading...