হাতীবান্ধায় মাদক উদ্ধার, আটক ৩
হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ৮ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা এবং একটি মোটর সাইকেল, রিক্সভ্যানসহ পৃথক পৃথক অভিযানে এইআই আনিছুর রহমানের নেতৃত্বে পূর্ব সারডুবি এলাকা থেকে বুলবুল (৪০) ও গোলজার রহমান (৩০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। অপর দিকে এসআই মিজানুর রহমানের নেত্বত্বে শাহিনুর ইসলাম (২২) কে ভবানীপুর এলাকা থেকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের জামিয়ার রহমানের পুত্র বুলবুল ও নিজপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র গোলজার এবং হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আইয়ুব আলীর পুত্র শাহিনুর ইসলাম বলে জানাগছে।
পুলিশ সূত্র জানাগেছে, রবিার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল, গোলজাকে ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও শাহিনুরকে ৮ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে। আটককৃতদেরকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেন।