হালুয়াঘাটে সংখ্যালঘুদের নিরাপত্তায় থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: হালুয়াঘাটের পৌর শহরের মধ্য বাজার পূজা উদযাপন পরিষদ এর নাট মন্দিরে থানা পুলিশের উদ্যোগে বুধবার সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন হেলালুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আখতারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল, শিহাব উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), প্রশান্ত কুমার সাহা, সভাপতি, বাবু জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, ভদ্র ম্রং, সভাপতি, জর্নেশ চিরান, সাধারণ সম্পাদক ট্রাইবাল ওয়েলফেয়ার এসোশিয়েশান, বাবু সুভাষ দত্ত, আহবায়ক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফাদার ফিদেলস নে-মিনজা, পাল পুরোহিত বিড়ইডাকুনী মিশন, ফাদার টুয়েস নকরেক, সহকারী পাল পুরোহিত বিড়ইডাকুনী মিশন, আনোয়ারুল হক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান, হালুয়াঘাট। উপস্থিত ব্যক্তি-বর্গের বক্তব্যে, সংখ্যালঘু স¤প্রদায়ের পুরোহিত, বুদ্ধিজীবি ব্যক্তি-বর্গের গুপ্তহত্যায় জড়িত দুস্কৃতকারী ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলে পুলিশ কে সহযোগিতা করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ সহ সাংবাদিক উপস্থিত ছিলেন।