Connecting You with the Truth

“হিন্দুরাষ্ট্র’ ঘোষণার দাবিতে ভারতে গোয়া সম্মেলন

hবিডিপি ডেস্ক: হিন্দু জাতিরাষ্ট্র ঘোষণার দাবিতে ভারতের গোয়াতে ১৯-২৫ জুন একটি কনভেনশন ডাকা হয়েছে। এতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া থেকে প্রতিনিধিসহ দুইশতাধিক হিন্দু সংগঠন অংশ নিতে পারে বলে জানিয়েছে ওই কনভেনশনের আয়োজক সংস্থা হিন্দু জনজাগৃতি সমিতি। খবর হিন্দুস্তান টাইমস।
জনজাগৃতি সমিতি সূত্র জানিয়েছে, বিশ্বে ১৫৭টি খ্রিষ্টান রাষ্ট্র, ৫২টি মুসলিম রাষ্ট্র, ১২টি বৌদ্ধ রাষ্ট্র, একটি ইহুদি রাষ্ট্র আছে। অথচ হিন্দুদের জন্য একটিও জাতিরাষ্ট্র নেই। সমিতি হিন্দুদের ‘দুর্ভোগের’ জন্য ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে দায়ী করে বলেছে, ভারতকে একটি ধর্মরাষ্ট্রে পরিণত করতে হবে।
সমিতির মুখপাত্র অরবিন্দ পানসারে বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে গরু জবাই নিষিদ্ধ করা, ধর্মান্তরকরণ রোধ এবং মন্দিরভিত্তিক ঐতিহ্যের সমৃদ্ধি ঘটানোসহ হিন্দু ঐতিহ্যের বাস্তবায়ন করা সম্ভব হবে। হিন্দুস্তান টাইমস।

Leave A Reply

Your email address will not be published.