Connecting You with the Truth

হিলিতে এ্যমপোল ও গরুমোটাতাজাকরন ট্যাবলেট উদ্ধার

downloadহাকিমপুর প্রতিনিধি:  হিলি সীমান্তের ঘাসুড়িয়া ও চন্ডিপুর এলাকায় শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় লুপিজেসিক এ্যমপোল ২১শ ৩৫পিছ ও গরুমোটাতাজাকরন ট্যাবলেট ১০ হাজার পিছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহিম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ঘাসুড়িয়া এলাকার ছোট যমুনা নদীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় প্লাষ্টিকের ব্যাগ থেকে ভারতীয় নেশাজাতীয় লুপিজেসিক এ্যমপোল ২১শ৩৫ পিছ উদ্ধার করা হয়। এদিকে হিলি সিপি ক্যাম্পের বিশেষ টহল দল ভোররাতে সীমান্তের চন্ডিপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় গুরু মোটাতাজাকরন ট্যাবলেট প্রাকটিন ৬ হাজার ও সিজেট ৪ হাজার পিছ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামালগুলো সিজার লিষ্টের মাধ্যমে হিলিশুল্কগুদামে জমা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...