হিলিতে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার
লুৎফর রহমান, হিলি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্রি এলাকা থেকে বিদেশে (ইউএসএ) তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিজিবি জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২.৩০ টার সময় হিলির চুড়িপট্রি এলাকায় একটি মটরসাইকেল আরহীকে সন্দেহ হলে থামার সংকেত দেয় বিজিবি’র একটি টহল দল। এসময় ওই মটরসাইকেল আরহী না থামিয়ে একটি স্কুল ব্যাগ ছুরে ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে সবার উপস্থিতিতে ব্যাগের ভিতর থেকে ভারতের তৈরী সন্পাপড়ি’র প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ইউএসএ’র তৈরী একটি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।